আমিরাতে বাংলাদেশির আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে। আলিম উদ্দিন হাজীর বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে তিনি।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) দেশটিতে আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সকালে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মোহাম্মদ হোসেন এক মেয়ে ও এক ছেলের বাবা।
স্থানীয় মোহাম্মদ ফরিদ বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসা করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন ন্যায়পারয়ন মানুষ ছিলেন। আমরা বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারি সবজি বিক্রি শুরু করেছিল। তাকে সর্বদা নম্র ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছে জানি না।
তিনি বলেন, বর্তমানে তার মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো ব্যবস্থা করা হবে।
এমএ
