গাউছুল আজম সিটিতে মি’রাজুন্নবী ও সালানা ওরছে গাউছুল আজম আজ

কোরআন-সুন্নাহর আলোকে শরিয়তভিত্তিক কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭১তম মি’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ৮ম সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)।
চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে কাগোতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে দিন-রাতব্যাপী এ পূত পবিত্র সালানা ওরছে পাক উপলক্ষ্যে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যা সংগঠনের সমন্বয় পরিষদগুলোর মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিশেষ করে পবিত্র সালানা ওরছ উপলক্ষ্যে বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত ক্রোড়পত্রে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
অন্যদিকে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তার অলিগলিতে পোস্টারিং, ব্যানার, বিলবোর্ড, প্লে-কার্ডের মাধ্যমে প্রচারণা চালাতে দেখা যায়। এ ছাড়াও নগরীর মসজিদে মসজিদে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমেও প্রচারণা চালানো হয়।
গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীকে বিভিন্ন জোনে ভাগ করে প্রতিটি অলিগলি, দোকান মার্কেটে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের মাঝে দাওয়াত দিতেও দেখা যায় দরবার শরীফের অনুসারীদের।
দিন-রাতব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে– বাদে নামাজে ফজর ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াবের উদ্দেশে ফাতেহা শরীফ পাঠ, মিলাদ-কিয়াম, মুনাজাত, খতমে কুরআন শরীফ, খতমে বুখারী শরীফ ও খতমে তাহলিল শরীফ। বাদে নামাজে জোহর পবিত্র মি’রাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতেনি নূর বিতরণ। কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী। বাদে নামাজে এশা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব’র নূরানি তাক্বরির মোবারক, মিলাদ-কিয়াম, মুনাজাত ও তরিক্বতের নির্দিষ্ট তারতীবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় ও তাবাররুক বিতরণ। আখিরুল লাইল-নামাজে তাহাজ্জুদ, জিকরে জলী, দরুদ শরীফ ও মুনাজাত। (২৭ রজব, শুক্রবার) বাদে নামাজে ফজর মিলাদ-কিয়াম, আখেরি মুনাজাত, ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা।
ইতোমধ্যে সালানায়ে ওরছে যোগদানের লক্ষ্যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং অনেকে এসে পৌঁছেছেন।
এ ওরছে পাকে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর-নেওয়াজ অর্থাৎ কোনো কিছুই কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে না আনার জন্য দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব’র পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শুক্রবার সালানা ওরছে পাকে যোগদানের জন্য ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দেওয়া হয়।
এসএসএইচ
