ডেট্রয়েট নদীতে ধরা পড়েছে দানব আকারের স্টার্জন মাছ

যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ক্রুরা গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট নদীতে একটি বিশাল স্টার্জন মাছ ধরেছে, যার ওজন ২৪০ কেজি। মাছটির দৈর্ঘ্য ৭ ফুট, প্রস্থ ৪ ফুট। এর বয়স এক শতাব্দীরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
আলপেনা সংরক্ষণ সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে স্টার্জনের একটি ছবি শুক্রবার (৩০ এপ্রিল) পোস্ট করা হয়েছে। সেখানে মাছটিকে নদীর দানব বলে আখ্যায়িত করা হয়েছে। ওই ছবিতে মাছটির পাশে মাস্ক পরা এক ব্যক্তিকে ডেকের উপর পাশাপাশি শুয়ে থাকতে দেখা গেছে।
সংস্থাটির পোস্টে বলা হয়েছে, ঘের এবং আকারের উপর ভিত্তি করে এটি একটি নারী মাছ বলে ধারণা করা হয়েছে। মাছটি ১০০ বছরেরও বেশি সময় ধরে জলে ঘুরে বেড়াচ্ছে।
মাছটি সম্ভবত ১৯২০ সালের দিকে ডেট্রয়েট নদীতে এসেছিল, যখন ডেট্রয়েট আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর হয়ে ওঠে। ইউএসডব্লিউএফ বলেছে, মাছটি পরিমাপ করার পর দ্রুত নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
এসএসএইচ