মালদ্বীপে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

মালদ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) রাজধানী মালে শহরে স্টার হোটেলে এ আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দলটির বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন
মালদ্বীপ বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন অসীম সাহসী ক্ষণজন্মা কিংবদন্তি মহাপুরুষ। তার প্রশাসনিক দক্ষতা, রাজনৈতিক মেধা এবং খাল কাটা বিপ্লবের কারণে বাংলাদেশের সব শ্রেণির মানুষের পাশাপাশি সারা দুনিয়ার প্রশংসা কুড়িয়েছিল। বাঙালি জাতি আজীবন মনে রাখবে শহীদ জিয়াকে।
আলোচনা সভা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন, রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, মনির হোসেন, করিম রানা, বাবুল রহমান আকাশ, কালাম মোল্লা, মাহফুজুর রহমান, শাহাজান, ফারুক হোসেন প্রমুখ।
এমজে