সাহসিকতা পুরস্কার পাচ্ছেন মিশিগানের গভর্নরসহ ৭ জন

করোনা মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করায় যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারসহ সাতজনকে সাহসিকতার পুরস্কার দিচ্ছে জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশন। মঙ্গলবার (৪ এপ্রিল) এ ঘোষণা দেয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
আগামী ২৬ মে ভার্চুয়ালি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডি এবং তার পুত্র জ্যাক স্কোলোসবার্গ।
স্কোলোসবার্গ বলেন, সাহসিকতা পুরস্কারের জন্য যারাই মনোনীত হয়েছেন তারা তাদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করেছেন। তারা প্রমাণ করেছেন ইচ্ছা থাকলেই যেকোনো সময় মানুষের সেবা করা সম্ভব।
হুইটমার ছাড়াও ওহিও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. অ্যামি অ্যাক্টন ও অ্যারিজোনার নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্স লরেন লিয়ান্ডার এ পুরস্কার পাচ্ছেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো নির্বাচিত ডেমোক্র্যাটিক পার্টির গভর্নর গ্রেচেন হুইটমার করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। তার নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। করোনার সংক্রমণ রোধে তিনি কঠোর বিধিনিষেধ জারি করলে বিরোধীদলীয় নেতারা ব্যাপক সমালোচনা করেন। তারপরও সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হুইটমার বলেন, এ পুরস্কার আমি তাদের জন্য উৎসর্গ করছি যারা পরিবার ও সম্প্রদায়কে মহামারি থেকে বাঁচাতে কাজ করেছিলেন। কয়েক দশক আগে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি মানব সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। তার এ আহ্বানে আমাদের সবাইকে সাড়া দিতে হবে।
এসকেডি