আমিরাতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

মঙ্গলবার (১১ মে) আমিরাতে ২৯ রোজা শেষ হচ্ছে। এ দিন সন্ধ্যার পর দেশটির আকাশে চাঁদের দেখা মিললে বুধবার (১২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আমিরাত ফেডারেল সুপ্রিম কোর্ট এ তথ্য জানান।
মঙ্গলবার আমিরাতের সব শরিয়াহ কোর্টকে সারাদেশে চাঁদ পর্যবেক্ষণ করে কমিটিকে জানাতে বলা হয়েছে।
যদি মঙ্গলবার চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে বৃহস্পতিবার (১৪ মে) ঈদুল ফিতর। আমিরাতে চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির সুপ্রিম কোর্ট।
এদিকে দেশটির মসজিদগুলোতে ঈদের জামায়াতের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার প্রতিরোধে ১৫ মিনিটের মধ্যে জামাত শেষ করতে হবে। এছাড়াও ঈদের নামাজ বিষয়ে বেশকিছু বিধিনিষেধ দিয়েছে দেশটির সরকার।
সোমবার (১০ মে) এক ঘোষণায় জানানো হয়েছে, মসজিদ খোলা থেকে শুরু করে জামাত ও খোতবা ১৫ মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে। এছাড়া পূর্বের নিয়ম অনুযায়ী নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিতে হবে। ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। নামাজ শেষে আলিঙ্গন অথবা একাট্টা হয়ে দাঁড়ানো থেকে বিরত রাখতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
এফআর