রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তা করার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও প্রবাসীরা।
স্থানীয় সময় বুধবার (১৯ মে) সন্ধ্যায় জোহানসবার্গ সিটির স্মল স্ট্রীটে দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও দেশপ্রেমিক প্রবাসীদের ব্যানারে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারা শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ন্যক্কারজনক এই ঘটনার মাধ্যমে দেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ করায় রোজিনাকে নির্যাতন করে পুলিশে দেওয়া হয়েছে। বাংলাদেশে চোরেরা এক হয়েছে। গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তারা তাও কেড়ে নিতে চায়।
এ সময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। তারা দেশের গণ মাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলে বলেন, রোজিনা ইসলামের মুক্তির মাধ্যমে সাংবাদিক নির্যাতনের শেষ টানতে হবে।
এমএইচএস