প্রবাসীদের হয়রানির অভিযোগ, বন্ধ হচ্ছে ইএসকেএলের কার্যক্রম
অবশেষে বন্ধ হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট এবং এনআইডি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুরের (ইএসকেএল) সব কার্যক্রম। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযোগ রয়েছে, সাবেক ফ্যাসিস্ট সরকারের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাওয়া ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে এবংকি দরপত্র ছাড়াই ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডির মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পায়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অথচ ট্রাভেল পাস, ই-পাসপোর্ট এবং এনআইডি সংক্রান্ত সেবা দেওয়ার পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসীদের নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও তারা সেবা নিতে গিয়ে মারধরসহ নানা হয়রানির শিকার হয়েছেন। ‘গুডবাই দালাল ভাই’ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা ইএসকেএল নিজেরাই গড়ে তোলে বিশাল এক দালাল চক্র।
আরও পড়ুন
অভিযোগ রয়েছে, সেবাপ্রত্যাশীদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ১৫০ রিঙ্গিত ঘুষ দিলে কোনোরকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দালালরা পেছনের লিফট দিয়ে সেবাপ্রত্যাশীদের ভেতরে নিয়ে যেত। এ দালাল চক্রের প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া শুরু থেকেই গণমাধ্যমে একের পর এক আসতে থাকে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের খবর। তবে শেষ রক্ষা হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি।
এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বলেন, চলতি মাসের ২ তারিখে ইএসকেএলকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে তারা চলে যাবে।
এদিকে এক বছরের জন্য কাজ পাওয়া ইএসকেএলের চুক্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করতে নানা জায়গায় দেনদরবার করেছে। ইএসকেএলের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৫ বছরের জন্য বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর।
অভিযোগ রয়েছে, খোরশেদ আলম খাস্তগীর ইএসকেএলকে চুক্তির বাইরে এনআইডি সেবা দেওয়ার কাজও পাইয়ে দেন।
এসএসএইচ