বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর জরুরি সভা

সংযুক্ত আরব আমিরাতে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) রাতে অনলাইনে সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি, সহ যুগ্মসম্পাদক সঞ্জিত কুমার শীল, সহসম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, সহসম্পাদক আব্দুল আলীম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাঈল, দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ জাহান ও সাংস্কৃতিক সম্পাদক ইসতিয়াক আসিফ।
জরুরি সভায় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের আলোকে আবেদন করা নতুন সদস্যদের অন্তর্ভুক্তিসহ করোনাকালীন পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসকেডি