লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ সম্পন্ন

বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ।
উপস্থিত সদস্যরা প্রথমে আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর সাধারণ সম্পাদকের কার্যবিবরণীর ওপর আলোচনা শুরু হয়। এতে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। এসময় ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সাধারণ সভায় গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় ‘হাইয়েস্ট প্রেজেন্স অ্যান্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড’ লাভ করেন ইক্বরা টিভির চিফ রিপোর্টার ও বাংলাপেইজ২৪ এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি।
তাছাড়া নির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড’ লাভ করেন ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী সাংবাদিক খালেদ মাসুদ রনির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী রুপি আমিনের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। অন্যদিকে সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক ফয়সল মাহমুদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।
পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ওপর প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্য আকবর হোসেন, মিছবাহ জামাল, বাতিরুল হক সর্দার, খালেদ বিন ওয়ালিদ, জিয়া উদ্দিন তালুকদার, এনাম চৌধুরী, মাহবুব আলী খানশূর, আশরাফুল ওয়াহিদ দুলাল, আব্দুল হামিদ টিপু, আহাদ চৌধুরী বাবু, শওকত মাহমুদ টিপু, এম এ কাইয়ুম, মোহাম্মদ শরীফুজ্জামান, হাসনাত আরিয়ান খান, উদয় শঙ্কর দাশ, বুলবুল হাসান, আনোয়ারুল ইসলাম অভি, জিআর সোহাইল, মহিব চৌধুরী, সৈয়দ আনাস পাশা, হিমিকা ইমাম, দিলু নাসের ও তবারক পারভেজ।
এতে মূলধারার সাংবাদিকদের সঙ্গে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অনুষ্ঠান আয়োজন, শিক্ষামূলক ইউরোপ ট্যুর, ক্রিকেট টুর্নামেন্ট, সাংবাদিকদের ট্রেনিং আয়োজন, নিউ মেম্বারশিপ, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ নানা বিষয়ে আলোচনা হয়।
আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আহাদ চৌধুরী বাবু, মোস্তাক আলী বাবুল, উদয় শঙ্কর দাশ, মহিব চৌধুরী, ফয়সল রুহেল, সালাহ উদ্দিন শাহিন, আশরাফুল ওয়াহিদ দুলাল, মোহাম্মদ শরিফুজ্জামান, আজিজুল হক কায়েস, আবু রহমান, শামসুল ইসলাম, খালেদ মাসুদ রনি, আব্দুল কাইয়ুম, নাহিদ জাগিরদার, মোহিতুর রহমান বাবলু ও আমিমুল আহসান তানিম। আর্থিক রিপোর্টের ওপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন সদস্যরা। বিশেষ করে ক্লাবের ব্যয় কীভাবে আরও কমানো যায় এবং পূর্ব লন্ডনে ক্লাবের অফিসের জন্য একটি প্রোপার্টি ক্রয় করার জন্য কীভাবে ফান্ড সংগ্রহ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। এরপর সর্বসম্মতিক্রমে আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়।
সভার শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মরহুম সদস্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ও আজীবন সদস্য আব্দুল খালিক তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় নির্বাহী কমিটির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাঈম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, ট্রেইনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল, জাকির হোসাইন কয়েস, ফয়সল মাহমুদ ও পলি রহমান।
ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। পরে ক্লাব সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন।
এসএসএইচ