মিশিগানে গোয়াইনঘাটবাসীর মিলনমেলা ও শিক্ষার্থীদের সংবর্ধনা

আমেরিকার মিশিগানে বসবাসরত সিলেটের গোয়াইনঘাটবাসীর আয়োজনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান এই আয়োজন করে।
অনুষ্ঠানে স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি পর্যায়ের গ্রাজুয়েট ডিগ্রি লাভ করা শিক্ষার্থী, সাংবাদিক, সংগঠনের নানা অনুষ্ঠানের স্পন্সরশিপ ব্যক্তি-প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের ১১১ জনকে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সাংবাদিকতায় উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলা টেলিভিশন টিবিএন২৪ ও ঢাকা পোস্ট-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল এবং জিটিভি টেলিভিশন প্রতিনিধি ফয়সল আহমেদ মুন্নাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সংগঠনটির গঠনতন্ত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে অনুষ্ঠানে। লাকি কূপনে বিজয়ীর হাতে উপহার তুলে দেন সংগঠনের নেতারা।

জাকির হোসাইন মুন্নার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, এ দেশে বেড়ে ওঠা আমাদের দ্বিতীয় প্রজন্ম শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সুন্দর মানসিকতা নিয়ে গড়ে উঠছে। তাদের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি চর্চাসহ শিক্ষা-দীক্ষায় আরও উৎসাহিত করার জন্যই এই আয়োজনের মূল উদ্দেশ্যে। পরিবারের সব সদস্য উপস্থিত হয়ে এই আয়োজনকে আনন্দময় করে তুলেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানান তারা।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হ্যামট্টামিক সিটির কাউন্সিল সদস্য আবু আহমেদ মুসা, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফ্যামিলি ডিনার কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বদরুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন।
এছাড়া গ্রেটার জৈন্তিয়া সোসাইটির উপদেষ্টা মোস্তফা আনোয়ার, সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি আব্দুর রকিব, কুমিল্লা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো.আরিফুর রহমানসহ অনেকেই বক্তব্যে রাখেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি চৌধুরী। সবশেষে সবাই মিলে সেরে নেন রাতের খাবার। ম্যানুতে ছিল দেশীয় বিভিন্ন পদের খাবার।
জেডএস