কুইন্স আর্টস ফান্ডের প্যানেলিস্ট বিচারক শিল্পী ফিরোজ মাহমুদ

বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদ নিউইয়র্ক সিটি অব কালচারাল অ্যাফেয়ার্স কুইন্স আর্টস ফান্ড কর্তৃক প্যানেলিস্ট বিচারক হিসেবে মনোনীত হয়েছেন।
শিল্পী ফিরোজ মাহমুদকে ২০২১ সালের কুইন্স আর্টস ফান্ডের প্যানেলিস্ট বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে।
নিউইয়র্ক সিটি অব কালচারাল অ্যাফেয়ার্স বিভাগ এবং নিউইয়র্ক স্টেট কাউন্সিল অব আর্টস ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামের তহবিলের মাধ্যমে পরিচালিত হয়। প্যানেল বিচারক শিল্পীদের অভিজ্ঞতা, নাম এবং ক্যারিয়ারের ভিত্তিতে নির্বাচিত হন। প্রথম বাংলাদেশি হিসেবে শিল্পী ফিরোজ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ, শিল্পী ফিরোজ মাহমুদ দুই বার কুইন্স আর্টস কাউন্সিলের পুরস্কৃত শিল্পী ছিলেন। এবার তাকে প্যানেলিস্ট হিসেবে নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেল বিয়েনলে প্রদর্শনীর জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন। ২০১১ সালে তিনি নিউইয়র্কের এশিয়ান কালচারাল কাউন্সিলের (এসিসি) ফেলোশিপ লাভ করেছিলেন। এর আগে ২০০৯ সালে তিনি হিরোশিমা থেকে আর্ট প্রজেক্ট আইডিয়াস পুরস্কার পেয়েছিলেন।
এমএসি/এসকেডি