আবুধাবিতে কলম একাডেমি লন্ডন-আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল

আমিরাতে কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) আমিরাতের রাজধানী আবুধাবির মোসাফ্ফাস্থ ডায়মন্ড হোটেল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এম, শাহেদ সরওয়ার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান বাংলাদেশ এয়ালাইন্স আামিরাতের রিজিওন্যাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর কবির বাপ্পী।
আরও পড়ুন
আলোচনায় আরও অংশ নেন, ইউএই ফাস্ট আবুধাবি ব্যাংকের কনজুমার ইনস্যুরেন্স প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, আবুধাবি কাতার দূতাবাসের কর্মকর্তা, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, কমিউনিটি নেতা মাহবুব খন্দকার, সংগঠনের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, অর্থ সম্পাদক কাউছার উদ্দিন হৃদয়, সংগঠনের সদস্য মোহাম্মদ সেকান্দর চৌধুরীসহ একাডেমির কর্মকর্তা ও সদস্যরা।
বক্তারা বলেন, কলম একাডেমি লন্ডন থেকে ১৮ সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবসকে জাতীয় দিবস ঘোষণা করাসহ আরোও ১৯টি দাবি সম্বলিত চিঠি বিশ্বের অনেক দেশের মন্ত্রণালয় ও দূতাবাসে প্রেরণ করা হয়েছে। এই দাবির পক্ষে যে কোনো সভা সেমিনার ও লেখালেখির মাধ্যমে সবাই এগিয়ে আসতে হবে।
প্রবাসের বুকে কলম একাডেমি লন্ডন-ইউ.এ.ই চ্যাপ্টারের এই ধরনের আয়োজন প্রশংসনীয়। কলমের মাধ্যমে বিশ্বে মহান বাংলা ভাষা আরও সম্প্রসারিত ও সম্মানিত হবে। জাতি ধর্ম দল নির্বিশেষে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হবে লেখকের অধিকার ও অসাম্প্রদায়িক সাম্য সমাজ ব্যবস্থা।
এমএসএ