ওমান এনসিপি নেতাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমান শাখার আহ্বায়ক আব্দুল মান্নান এবং সদস্য সচিব দারুল ইসলাম।
সম্প্রতি ওমান এনসিপির প্রতিনিধি দলটি ঢাকায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, মিডিয়া উইং সদস্য ও কালচারাল উইংয়ের প্রস্তাবিত সার্চ কমিটির প্রতিনিধি মোস্তফা সুমন এবং গুলশান এনসিপির সংগঠক রিফাতসহ অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এনসিপির সংগঠন গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কাঠামো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
আরও পড়ুন
এসএসএইচ