লন্ডনে স্পিকার সাইফুদ্দিন খালেদের সঙ্গে হাকিম চৌধুরীর মতবিনিময়

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদের সঙ্গে যুক্তরাজ্য সফররত সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) অপরাহ্ণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউনহলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, জিএসসি কেন্দ্রীয় কমিটির প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি সুফি সুহেল আহমদ, মাওলানা মাওলানা নাজিম উদ্দিন, মোক্তার আহমেদ, খালেদুল কিবরিয়া, জিএসসি ইস্ট লন্ডন শাখার জয়েন্ট সেক্রেটারি সালেহ আহমদ ও জয়েন্ট ট্রেজারার নুর আহমদ প্রমুখ।
সাক্ষাতে কাউন্সিল পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক আলোচনা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরিচালনার মাধ্যমে নাগরিক সুবিধাসমূহ সহজ থেকে সহজতর করার লক্ষ্যে অভিজ্ঞতা পরস্পর মত বিনিময় আলোচনায় উঠে আসে।
পরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান এবং আব্দুল হাকিম চৌধুরীকে বাংলাদেশের সিলেটের বৃহত্তর জৈন্তিয়ায় বিস্তৃত পর্যটন এলাকা ভ্রমণের আমন্ত্রণ জানান।
এমএন