আবুধাবিতে ঘুমের মধ্যে মারা গেলেন বাবুল আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মুহাম্মদ বাবুল আহমেদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত রোববার (২৫ মে) আবুধাবি মদিনা যায়েদ (বিদা যায়েদ) এলাকায় একটি বাসায় ভোরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।
পরিবারের সুখের আশায় আমিরাতে পাড়ি জামান সিলেট জেলার কানাইঘাট উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা বাবুল আহমেদ। পাসপোর্ট অনুযায়ী তার বয়স হয়েছিল ৪৩ বছর। পরিবারে বাবা, মা, স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
বাবুল আহমেদের সঙ্গে একই কক্ষে থাকা মুহাম্মদ ইমরান জানান, তিনি ১০ মাস আগে আমিরাতে আসেন। উনার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বড় মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে বাবুল সবসময় চিন্তাভাবনা করতেন।
আরও পড়ুন
একই গ্রামের শোয়েব আহমদ জানান, দুবাই থেকে ভিসা লাগিয়ে আবুধাবির বিদা যায়েদ এলাকার একটি বাগানে কাজ করতেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবাই উনার পরিবারকে সহযোগিতা ও দোয়া করবেন।
শুক্রবার (৩০ মে) ভোরে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাবুল আহমেদের মরদেহ ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এসএসএইচ
