জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মরণে পর্তুগালে প্রবাসীদের দোয়া ও আলোচনা সভা

পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়া দো বেনফরমুসু এলাকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে জুলাই ৩৬-এর ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সভার সূচনা বক্তব্য দেন আবু সাঈদ। তিনি জুলাই ৩৬-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ছাত্র-জনতার আত্মত্যাগ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীরত্ব গাথা এবং স্বাধীনতার চেতনা রক্ষায় ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
এনসিপি পর্তুগালের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান বিপ্লব পরবর্তী স্পিরিট নিয়ে এনসিপি প্রতিষ্ঠা, গঠনতন্ত্র, মূলনীতি, লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বক্তব্য দেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জুলাই চেতনার বর্ণনা করেন, তিনি তার বক্তব্যের শেষাংশে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্ তার বক্তব্যে বিভিন্ন উপমা ও উদাহরণ দিয়ে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের পতনের গল্প তুলে ধরেন। পর্তুগাল বিএনপির পক্ষে যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ বাংলাদেশে পর্তুগালের ভিসা কার্যক্রম পরিচালনা করার জন্য পর্তুগিজ কনসুলেট চালু করার বিষয়ে আলোকপাত করেন ও দূতাবাসের সেবা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সমাজকর্মী এবং অভিবাসী সংগঠন সলিডারিটি ইমিগ্রেন্টের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী তার বক্তব্যে স্বাধীনতা পরবর্তী শাসকগোষ্ঠীর সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে না পারার ফলাফল হাজার হাজার ছাত্র জনতার প্রাণহানি। জুলাই আগস্টের এই অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা এবং আহত ব্যক্তিদের পরিবারের শোক বেদনার চিত্র সকলের উদ্দেশ্যে তুলে ধরেন।
নিরাপদ বাংলাদেশ চাইয়ের সভাপতি আমিরুল ইসলাম তার বক্তব্যে স্বৈরাচার হাসিনার উত্থান পতন নিয়ে এবং ভবিষ্যতে আবারো ফ্যাসিবাদের জন্ম হলে করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি হাফেজ মাওলানা জাকির হুসাইন নদভী জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা এবং গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদের সম্মানহানির বিষয়ে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন।
অভিবাসী মহিলাদের সংগঠন বানডিম কোঅপারেটিভ প্রেসিডেন্ট ফারহানা আক্তার স্বাধীনতা এবং জুলাই গণঅভ্যুত্থানের স্বরূপ পার্থক্য উপস্থাপন করেন এছাড়া প্রবাসে দেশীয় রাজনীতির চর্চা ও প্রবাসী রাজনীতির বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেন।
বক্তব্য শেষে মাওলানা কয়ছর আহমেদ আবারো কোরআন থেকে তেলাওয়াত করেন তারপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা, আহত যোদ্ধাদের আরোগ্যলাভ ও আগামী স্বপ্নের বাংলাদেশের ফরিয়াদ করে ইমাম অধ্যাপক আবু সাঈদ দোয়া মোনাজাত করেন।
আয়োজক কমিটির দেওয়ান সাহাব ও নাজমুস সাকিব জানান, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এ অনুষ্ঠান সফল হয়েছে এবং ভবিষ্যতেও মুক্তিযুদ্ধ এবং ৩৬ জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
এআইএস