ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রবাসী নেতাকর্মীরা দিনটি পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন এম এ তাহের। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাবেক কমিটির শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বুলু মিয়া, সিরাজুল ইসলাম, রুহুল আমীন আব্দুল্লাহ, মোহাম্মদ ইলিয়াস কাজল, আব্দুর রহিম, কবির হোসেন পাটওয়ারি, শাহ জামাল, রেজাউল করিম, জুনায়েদ আহমেদ, মিল্টন সরকার, কাউসার আহমেদ, লায়েক আহমেদ তালুকদার, জিসাদ রহমান, নাজিম আহমেদসহ অনেকে।
এসএসএইচ