ডেনমার্কে যুব উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

যুব উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বেলাহয় ইসলামিক কালচারাল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এর আগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে শুরু হয় যুব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম এবং জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ। আরও উপস্থিত ছিলেন দূতালয়ের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান তন্ময় মজুমদার, ডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি শাহ নেওয়াজ ইকবাল, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন প্রমুখ।
যুব উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘বাংলা টাইগার’ এবং রানারআপের মর্যাদা অর্জনকারী দল ‘সেকেন্ড জেনারেশন’।
বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তথা সুন্দর ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং যুব উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের ট্রফি প্রদান ও উভয় দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেওয়া হয়।
এসএসএইচ