পর্তুগাল প্রবাসী হিন্দু কমিউনিটির দুর্গোৎসব উদযাপন

পর্তুগালে বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানী লিসবনে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়।
নবমীতে (১ অক্টোবর) পূজা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড শেষে এই উৎসব উপলক্ষে রাত ৮টায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদযাপন কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক সস্ত্রীক উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন। এছাড়া দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা সনাতন ধর্মের দেবী দুর্গার নয়টি রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী চরিত্রগুলো অভিনয়ের উপস্থাপন করা হয়। শিশুসহ সব বয়সের নারী-পুরুষ এই অভিনয়ে অংশগ্রহণ করেন। উক্ত চিত্রনাট্যে শিল্পীদের উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মোহনীয় করে তোলে।
রাষ্ট্রদূত ড এম মাহফুজুল হকসহ উপস্থিত সবাই এই নাট্য চিত্রের ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, সীমিত পরিসরে এমন একটি আয়োজন প্রশংসার দাবি রাখে। তিনি প্রবাসীদের সাংস্কৃতিক এই বিষয়গুলো পর্তুগিজ সমাজে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
আয়োজনে যুক্ত সব কলা-কৌশলীদের তিনি অভিনন্দন জানান এবং চিত্রনাট্যে অংশগ্রহণকারীরা রাষ্ট্রদূতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
সংগঠনটির সভাপতি সুমন ভৌমিক ধর্মীয় উৎসবটি সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য সব প্রবাসী বাংলাদেশি এবং পর্তুগিজ অথরিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক অর্জুন কুমার সিংহ, বিশ্বজিৎ রয় ও বিষ্ণুপদ চৌধুরী সহ সংগঠনের সব সদস্যরা আগত অতিথিদের ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, আজ (২ অক্টোবর) দশমী পূজা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে। উৎসব শেষে আলোচনা সভা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত একটি সাধারণ সভা আয়োজন করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিআরইউ