দুবাইয়ে কেবিএন রেস্টুরেন্ট উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে স্বনামধন্য কেবিএন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। রেস্টুরেন্টটি নাইফ পুলিশ স্টেশনের বিপরীতে ও আল-জারওয়ানি মসজিদের পিছনে বাংলা চ্যানেল নামে পরিচিত এলাকায় অবস্থিত।
শুক্রবার (১৮ জুন) রাত ৮টায় রেস্টুরেন্টটি উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল ইসবাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ফিউচার হোম রিয়েল এস্টেটের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিক। এটি অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শাখা।
বাণিজ্যিক নগরীর ব্যস্ততম এলাকায় রেস্টুরেন্টটি প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে অনেক প্রবাসীর কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ সেলিম, আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী জুলফিকার ওসমান, আরসাদ হোসেন হিরু, মুহাম্মদ জাকির হোসেন, হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মুহাম্মদ সিরাজুল হক, নাছিম উদ্দিন আকাশ, সাংবাদিক মাহাবুব হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা।
এমএইচএস