কুয়েতে চ্যাম্পিয়ন লিগ সিজন-৪ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন লিগ সিজন-৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার প্রবাসী খেলোয়াড়দের ২০টি দল অংশগ্রহণ করে। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেটপ্রেমী প্রবাসীরা।
আয়োজকরা বলেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। সেসব টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রবাসী খেলোয়াড় অংশ নেয় তাই বাংলাদেশের সুনাম ধরে রাখতে খেলা পরিচালনা আন্তর্জাতিক মানের রাখার চেষ্টা করেন। এতে বিত্তবান প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। দীর্ঘ এক বছর থেকে চলা এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের ২০টি দলকে হারিয়ে ফাইনালে আসে জীলিব প্রবাসী ক্রিকেট ক্লাব কুয়েত এবং বি-বাড়িয়া একাদশ ক্রিকেট ক্লাব কুয়েত।
টস জিতে ব্যাট করতে নেমে জীলিব প্রবাসী ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। এর জবাবে ১৮৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে মাঠে নামে বি-বাড়িয়া একাদশ। কিন্তু তারা ১৮ ওভার এক বলে ১২৩ রানে অল আউট হলে ৬০ রানে জয়ের শিরোপা অর্জন করে জীলিব প্রবাসী ক্রিকেট ক্লাব।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় খেলা শেষে অতীথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, উপদেষ্টা শফিকুল ইসলাম, সংগঠনের অপারেশন চেয়ারম্যান মোসারফ হোসেন, বি-বাড়িয়া একাদশ ক্লাবের সহ-সভাপতি সোহেল মির্জা বেগ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, কমিটির নির্বাহী প্রধান শেখ মনির আহম্মেদ, সহ নির্বাহী আবুল হাশেম, টেকনিক্যাল হেড ইঞ্জিনিয়ার মো. মুস্তাফিজুর রহমান, সহ সভাপতি কাশেদুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জে.কে.আর এর সিইও আজিজুল হক সহ আরও অনেকেই।
এমএন