বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ আগামী ২৯ মার্চ-২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ ২০ নভেম্বর শেষ হয়। মেয়াদ শেষের ৩ দিন পর গত ২৩ নভেম্বর অ্যাসোসিয়েশনের অস্থায়ী হলরুমে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার ও যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ দুলাল সাফা। অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মালেক, কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন আবুল কালাম আজাদ বেঙ্গল, মাহবুবুর রহমান ঝন্টু, আবদুল কাইয়ুম সেলিম, আব্দুল কাইয়ুম মাসুক, একরামুজ্জামান কিরন, আবদুল মোজাক্কির, সোহেল আহমেদ সামসু, রাসেল দেওয়ান, হেমায়েত খান, আল আমিন শেখ, ফজলে এলাহী, আহমেদ আসাদুর রাহমান সাদ, আবুল কাসেম মুকুল, এমদাদুল হক, এইচ এম মাসুদুর রহমান, মিজানুর রহমান, ইনসাফ সুমন, আবুল কাসেম, কাওসার হোসেন টিপু, আবু জাফর রাসেল, জয়নাল আবেদীন রানা, আসাদ আলী, বেলাল আহমেদ, ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আরাফাত হোসেন, কামরুল ইসলাম, সাইফুল মুন্সি, আব্দুল বাতেন, আবুল হোসেন, ইউনুস আলী, ডালিম ব্যাপারী রাজু, আকতারুজ্জামান, মোহাম্মদ মাকসুদ উল্লাহ খোকন, জহির উদ্দিন, সায়েম সরকার, ইউসুফ আলী, মুহিব উল্লাহ, সাইফুল ইসলাম, সাকিব আহমদ, আজগর আহমদসহ অনেকে।
পরামর্শ সভায় সবার বক্তব্য শেষে মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার কাইয়ে খেসুস ই মারিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয় ক্রয়ের স্বার্থে বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা এবং এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করার পরামর্শ দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন নির্বাচন কমিশন গঠন করার জন্য খোরশেদ আলম মজুমদার ও মোহাম্মদ দুলাল সাফাকে অনুরোধ জানান, তারা যেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিগত দিনে যারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে যথাযথভাবে একটি নির্বাচন কমিশন গঠন করেন, যে কমিশন নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে পারে।
পরে বিশেষ মোনাজাত ও নৈশভোজের মধ্য দিয়ে সভা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।
এসএসএইচ