কথা ছিল দেশে ফিরে স্বজনদের সঙ্গে ঈদ করবেন, কিন্তু ফিরছেন নিথর দেহে

ব্রেইন স্ট্রোকে কাসেম নামে এক কুয়েত প্রবাসী মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ছত্তরয়া গ্রামে।
গত রোববার (২৩ নভেম্বর) কুয়েতের জাহারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কুয়েত মীরসরাই সমিতির সভাপতি মোহাম্মাদ কামাল হোসেন জানান, মারা যাওয়া প্রবাসী একটি বাড়ির দেখাশোনার কাজ করতেন। ডিসেম্বরে দেশে যাবেন, পরিবারের সঙ্গে ঈদ করবেন সেই আশায় কুয়েত এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে আবার কুয়েতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু কে জানত তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন না ফেরার দেশে।
তিনি জানান, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম জানাজা শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ স্বজনদের কাছে পাঠানো হয়েছে।
এমএন