বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডে সভাপতি দিলওয়ার, সেক্রেটারি মিছবাহ

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামল্যাটসের লেবার পার্টি বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিলওয়ার সভাপতি ও মিছবাহ মাছুম সাধারণ সম্পাদক নির্বাচিত।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির বারা অব টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের সম্মেলনে গত
১৪ জানুয়ারি বুধবার টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও ডেলিগেটদের উপস্তিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন দিলওয়ার হোসেন দিলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মিছবাহুল হক মাছুম (মিছবাহ মাছুম)।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি-সাবেক কাউন্সিলর রাচেল সাউন্ডার্স, কোষাধ্যক্ষ-নাজ নাছিমা, উইমেন অফিসার- কাউন্সিলর রেবেকা সুলতানা, ক্যাম্পেইন অফিসার-ক্রিস উইভার।
সম্মেলনে বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি ডেলিগেট নির্বাচিত হন বাবুল খান, জুবের আহমেদ, শেখ তানভীর সিদ্দিকি, নাজ নাছিমা, রুজিনা আক্তার ও ইউথ ডেলিগেট মাঈদা নুরা।
সম্মেলন শেষে বেথনালগ্রিন ওয়েস্ট ওয়ার্ডের আগামী নির্বাচনে লেবার পার্টির কাউন্সিলর পদপ্রার্থী তারিক খান, গুলাই লোকজ ও কারমাইন নবগঠিত কমিটির সব সদস্যদের ধন্যবাদ জানান।
এমএন