স্পেনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক

স্পেনের রাজধানী মাদ্রিদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের অভিষেক ও পরিচিতি সভা।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে স্থানীয় গ্রাম বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির।
সংগঠনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় এই সভায় নবগঠিত ৫৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির এবং কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুকসহ অন্য নেতারা বক্তব্য দেন। বক্তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন– সাঈয়েদ মিয়া, রাসেল দেওয়ান, এইচ এম মাসুদুর রহমান, আহমদ আসাদুর রাহমান সাদ, হাফিজ মিয়া, রুবেল রানা, ক্বারী আব্দুর রউফ ও মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
সংগঠনের নেতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন– প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ, উপদেষ্টা সহিদ ওয়াছির, সিনিয়র সহসভাপতি আল আমীন, সাংগঠনিক সম্পাদক সামছুর নুর ও যুগ্ম সম্পাদক সবজল আহমদসহ অন্য নেতারা।
নবনির্বাচিত কমিটির নেতারা এ সময় সংগঠনটিকে দলমতের ঊর্ধ্বে রেখে একটি গ্রহণযোগ্য ও প্রবাসীবান্ধব ‘মডেল সংগঠন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআরইউ