পোস্ট অফিসে ব্যালট জমা দিচ্ছেন কুয়েত প্রবাসীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবার স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২৫ জানুয়ারি) সালমিয়া, হাওয়াল্লি, কাইফান পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিতে আসেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, শুধু আল মিসাইল পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিলে কোনো ফি ছাড়াই জমা দিতে পারবে। আগামী ২ জানুয়ারির মধ্যে হলুদ খামে ব্যালট জমা দিতে প্রবাসীদের নির্দেশনা দেওয়া হয়। যারা নিবন্ধন করেছেন কিন্তু ব্যালট পাননি, তাদের ব্যালট সংগ্রহ করে দ্রুত জমা দেওয়ার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
কুয়েতে ৩৫ হাজার ৩৮৬ প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী ৫২৪ জন।
খোঁজ নিয়ে জানা যায়, যারা আগে অ্যাপে কিউআর কোড স্ক্যান করে ফেস ভেরিফাই সম্পন্ন করেছেন তারা হলুদ খামে ব্যালট পেপার জমা দিয়ে কর্মস্থলে যাচ্ছেন।
জামাল মিয়া নামের এক প্রবাসী বলেন, প্রবাসে আমার ২৫ বছর শেষ, বিদেশে থাকার কারণে কখনো ভোট দেওয়ায় অংশগ্রহণ করতে পারিনি। এবার ভোট দিতে পেরে আমি অনেক খুশি। যে সরকারই আসে, তারা যাতে প্রবাসী ও তাদের পরিবারের জন্য কাজ করে।
নতুন পদ্ধতিতে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোটদান সম্পর্কে ধারণা না থাকায় অনেক প্রবাসী ব্যালট নিয়ে এসেছেন অন্য প্রবাসীর সহযোগিতা নিতে। তারা অন্যের সহযোগিতায় অ্যাপের কার্যক্রম সম্পন্ন করেন। পরে তারা যার যার নির্বাচনী এলাকা অনুযায়ী পছন্দের প্রার্থীর মার্কায় ও গণভোট হলুদ খাম পোস্ট অফিসে জমা দিচ্ছেন।
প্রত্যেক এলাকায় পোস্ট অফিস থাকলেও প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে অনেক পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে একাধিক এলাকা নিয়ে একটি পোস্ট অফিসের কার্যক্রম সচল রেখেছে কুয়েত।
ব্যালট জমা দিতে আসা ওয়াসিম জানান, আমার এক বন্ধু নিবন্ধন করতে সহযোগিতা করেছে। কিউআর কোড স্ক্যানিং করে গোপন পিন নম্বর দিয়ে অ্যাপ চালু হলে আমার ফেস ভেরিফাই এবং সেলফি তুলে অ্যাপের কার্যক্রম শেষ করি। নিয়ম মেনে সংসদ নির্বাচনের ভোট ও গণভোট দিয়ে জমা দিতে এসেছি। এ পদ্ধতিতে একজন অন্যজনকে সহযোগিতা করতে পারবে। কিন্তু একজনের ভোট অন্যজন দেওয়ার কোনো সুযোগ নেই।
আবার অনেক প্রবাসী চাকরি ও দূরত্বের কারণে পোস্ট অফিসে যেতে পারছেন না। তারা বন্ধুবান্ধবদের সহায়তায় ব্যালট জমা দিচ্ছেন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, যারা ব্যালট সংগ্রহ করেছেন তারা যেন দ্রুত হলুদ খামে ব্যালট পোস্ট অফিসে জমা দেন। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই কেবল ওই ব্যালট গণনা হবে।
এসএসএইচ