আফগান শিক্ষার্থীদের দ্রুত ই-ভিসা দেওয়ার দাবিতে দিল্লিতে মানববন্ধন

সার্ক অর্থায়নে প্রতিষ্ঠিত নয়াদিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের (সাউ) আফগান শিক্ষার্থীদের দ্রুত ই-ভিসা দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা।
শনিবার নয়াদিল্লির আকবর ভবনে নিচ তলায় এক মানববন্ধন থেকে এ দাবি জানান বিভিন্ন দেশ থেকে পড়তে আসা সাউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের শিক্ষার্থীরা অংশ নেন৷
মানববন্ধনে আফগান শিক্ষার্থীরা দ্রুত ই-ভিসার মাধ্যমে আফগান শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন৷
আফগানিস্তানের বিশেষ পরিস্থিতিতে কাবুলের ভারতীয় দূতাবাস ই-ভিসা পদ্ধতি চালু করে। কিন্তু হাজার হাজার আবেদন জমা পড়ায় শিক্ষার্থীদের ভিসা পেতে দেরি হচ্ছে৷ তাই ই-ভিসায় শিক্ষার্থী ক্যাটাগরি যোগ করে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ক্যাম্পাসে নিয়ে আসার দাবি জানানো হয়৷
আফগানিস্তানের দুর্বল ইন্টারনেট সংযোগের জন্য আফগান শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারছেন না বলেও মানববন্ধনে উদ্বেগ প্রকাশ করা হয়৷ এছাড়া, আফগানিস্তানে আটকে পড়া সাউ পিএইচডি শিক্ষার্থী হাবিব ফারজাদের ওপর তালেবানের হামলারও নিন্দা জানান শিক্ষার্থীরা৷
আরএইচ