চীনে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল নিংশিয়ার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন নিয়ে সেমিনার ‘চায়না ইন মাই আইস- নিংশিয়া’ অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সন্যাশনাল করপোরেশনের এশিয়ান, আফ্রিকান ও ল্যাটিন আমেরিকার যুব প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করে।
সেমিনারটি নিংশিয়ার রাজধানী ইনছোন শহরে অবস্থিত ইউয়ে-হাই হোটেলের হল রুমে বুধবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। ফরেন অ্যাফেয়ার্স অফিস অফ দ্য পিপলস গভর্নমেন্ট অফ নিংশিয়া হুই অটোনমাস রিজিওনের সহযোগিতায় সেমিনারটি যৌথভাবে আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং দ্য পিপলস গভর্নমেন্ট অফ নিংশিয়া হুই অটোনমাস রিজিওন।
সেমিনারে মূল বিষয় ছিল, চরম দারিদ্র্য সীমায় বসবাস করা নিংশিয়ার জনগণ কীভাবে উন্নত জীবন ও সম্পূর্ণরূপে দরিদ্র নির্মূল করেছে তা আন্তর্জাতিক অঙ্গনে ভাগ করে নেওয়া। যাতে করে উন্নয়নশীল দেশগুলো এই বাস্তব অভিজ্ঞতা স্ব-স্ব দেশে কাজে লাগাতে পারে।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান, নিংশিয়া আঞ্চলিক সরকারের ভাইস গভর্নর ওয়াং হেশান, সাউথ আফ্রিকার সাবেক গার্ট গ্রোবলার।
সেমিনারে আগে প্রতিনিধিরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী নিংশিয়ার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। যুব প্রতিনিধিরা নিংশিয়ার দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন, উদ্ভাবন-চালিত উন্নয়ন ও সবুজ উন্নয়ন নিয়ে সেমিনারে কথা বলেন।
সভাপতি লিন সংটিয়ান বলেন, আমাদের অ্যাসোসিয়েশন ২২টি দেশের বন্ধুদের ইভেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। বিদেশি বন্ধুরা চীনের উন্নতির অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে, সহযোগিতা ও ভবিষ্যতের সাধারণ উন্নয়ন নিয়ে আলোচনা করেছে। চীনের উন্নয়ন পথ, উন্নয়নের দর্শন ও শাসনের কৌশল গভীরভাবে বোঝাতে পেরেছে।
তিনি আরেও বলেন, এই ইভেন্টের মাধ্যমে সর্বাত্মক উপায়ে একটি মধ্যপন্থী সমৃদ্ধ সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা, সক্রিয়ভাবে অন্বেষণ ও পারস্পরিক উপকারী সহযোগিতার ভবিষ্যতকে উৎসাহিত করবে। সব কিছু সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ও শান্তিপূর্ণ উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই।

নিংশিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস গভর্নর ওয়াং হেশান প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আশা করেন, নিংশিয়া উন্নয়ন জানার মাধ্যমে প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির সমৃদ্ধ অর্থ এবং ব্যবহারিক তাৎপর্যের গভীর উপলব্ধি করতে পারবে। শাসন ও প্রশাসনের ধারণা, উন্নয়নের নতুন পর্যায়ে সম্পূর্ণ অভিজ্ঞতাকে ব্যবহারিক ফলাফলে রূপান্তর করার মাধ্যমে সব পক্ষের উপকার হবে। বাস্তব, ত্রি-মাত্রিক, বিস্তৃত নিংশিয়া ও চীনকে সক্রিয়ভাবে জানার মাধ্যমে, চীন-বিদেশি বন্ধুত্ব, সহযোগিতা ও যৌথভাবে একটি সম্প্রদায় নির্মাণ হবে।
বাংলাদেশের প্রতিনিধি হয়ে এই সেমিনারে অংগ্রহণ করেন চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। তিনি সেমিনারে নিংশিয়ার মিননিং শহরের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি নিংশিয়া আঞ্চলিক সরকারকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহযোগিতার অনুরোধ জানান। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন।
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, জাপানসহ অন্যান্য দেশ ও অঞ্চল থেকে ৬০ জন প্রতিনিধি এই সেমিনারে অংশগ্রহণ করে। যুব প্রতিনিধিরা চীনের পিকিং, সিংহুয়া, রেনমিন, বেইহাং, চিংয়াশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
ওএফ