‘পদ্মা সেতু দেশের আত্মমর্যাদার প্রতীক’
পদ্মা সেতু নিছক সেতু নয়, এটা দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক বলে অভিমত ব্যক্ত হয়েছে ‘স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায়। ৫০টির বেশি দেশের প্রবাসী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের অংশগ্রহণে এ ভার্চুয়াল সভার আয়োজন করে জার্মান আওয়ামী লীগ।
শুক্রবার (২২ জানুয়ারি) জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী আমন্ত্রণে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কানাডায় বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাশ গুপ্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও বাহাদুর বেপারি এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক।
ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। জার্মান আওয়ামী লীগের আয়োজনে সভায় পদ্মার দুই পাড়ের বাউলদের নিয়ে বাউলিয়ানা পর্ব অনুষ্ঠিত হয়।
এইচকে