অন্টারিও আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতিকে সম্মাননা

অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক এস এম ফারুকী হাসানকে সম্মানিত করেছে বতর্মান কমিটি।
সংক্ষিপ্ত সফরে যাওয়া এস এম ফারুকী হাসান স্থানীয় সময় গতকাল (রোববার) স্কারবোর মদিনা গ্রীল এন্ড রেস্টুরেন্টে তার প্রাক্তন সহকর্মী, দলীয় নেতৃবৃন্দ, সমর্থক, অনুসারীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। সেখানেই তাকে সম্মানিত করা হয়।
মধ্যাহ্ন ভোজে অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বর্তমান সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ আমিন মিয়া, সাধারণ সম্পাদক ফারহানা শান্তা, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, নওশের আলী, যুগ্ম সম্পাদক আবুল বাসার, দেলোয়ার হোসেন দুলাল,সাংগঠনিক সম্পাদক মুনির বাবু, আহমেদ পান্না, বিপ্লব চৌধুরী, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, উপদেষ্টা আফিয়া বেগম, মুশফাকুর রহমান আকন্দ, রায়হান চৌধুরী, ইঞ্জিনিয়ার মকবু হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, মো. শরিফ আলম, কাজল তালুকদার, কানাডা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, কামরুল ইসলাম, ঝোটন তরফদার, কানাডা ছাত্র লীগের সভাপতি ওবায়দুর রহমান, ক্যান বাংলা টিভির প্রধান নির্বাহী ড. হুমায়ূন কবিরসহ অন্যান্যরা অংশে নেন।
দলের প্রতি তাদের সমর্থন ও সেবার জন্য অন্টারিও আওয়ামী লীগের পক্ষ থেকে এস এম ফারুকী হাসান এবং আব্দুল কাদের মিলুর হাতে ক্রেস্ট তুলে দেন মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাসুদ লিটন।
এনএফ