চট্টগ্রাম চান্দগাঁও খাজা রোডে মুনিরীয়ার এশায়াত মাহফিল

শেষ নবী হযরত মোহাম্মদের (স.) জীবনাদর্শ অনুসরণের মাঝেই রয়েছে মানবজীবনের সুখ, শান্তি ও কল্যাণ। এ লক্ষ্যে যুব সমাজকে নবীর সুন্নত ও আদর্শে জীবন গঠনে ধাবিত করতে বিশ্বব্যাপী কাজ করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণে শুক্রবার (০৩রা ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর চান্দগাঁও খাজা রোড বাদামতল মুন্সিবাড়ি শাহী জামে মসজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩নং চান্দগাঁও শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে বক্তারা এ কথা বলেন।
আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ফোরকান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩নং চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হাসান, ১২নং বাদুরতলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। এছাড়া এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজমের (রাঃ) ফুয়ুজাত কামনা করে মোনাজাত করা হয়।
