মালয়েশিয়ায় পিজিএসএস নির্বাচনে বাংলাদেশিদের সাফল্য

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় পোস্ট-গ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটির (পিজিএসএস) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল হক ও সাধারণ সম্পাদক বাংলাদেশি শিক্ষার্থী আলমগীর চৌধুরী আকাশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয়ে ৩টা ১৫ মিনিট পর্যন্ত নানা কার্যক্রমের মাধ্যমে শেষ হয় কমিটি গঠন। এ সময় অনুষ্ঠানে কমিটির বিভিন্ন কার্যবিধি নিয়ে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. ইদা মাদিহা। বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট মো. জিয়াউল হক, সেক্রেটারি জেনারেল (জিএস) আলমগীর চৌধুরী আকাশ ও হেড অব সেক্রেটারিয়েট অফিস (সাব কমিটি) মোহাম্মদ আরিজ মিথুন।
বরাবরের মতো এবারও ২০২১/২০২২ শিক্ষাবর্ষ মেয়াদে নবনির্বাচিত কমিটিতে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন পিএইচডি গবেষক (আই আই বি অফ) আলমগীর চৌধুরী আকাশ। নবনির্বাচিত কমিটিতে অন্যান্য বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- ট্রেজারার, মো. মুহিবুল্লাহ মুহিব, পিএইচডি গবেষক, অর্থনীতি বিভাগ।

অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, আতিক মুজাহিদ, পিএইচডি গবেষক, কুরআন অ্যান্ড সুন্নাহ্ বিভাগ। অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার অ্যান্ড ইসলামাইজেশন অফিস, মোহাম্মাদ মহিউদ্দিন খন্দকার আরিফ, পোস্ট গ্র্যাজুয়েট, কুরআন অ্যান্ড সুন্নাহ্। হেড অব সেক্রেটারিয়েট অফিস (সাব কমিটি), মোহাম্মদ আরিজ মিথুন, পোস্ট গ্র্যাজুয়েট ইন মার্কেটিং (রিসার্চ)। পাবলিক রিলেশন (সাব কমিটি) মাহমুদুল হক মাসুম, পোস্ট গ্র্যাজুয়েট ইন কমিউনিকেশন উপস্থিত ছিলেন।
ইসলামি বিশ্ববিদ্যালয় পোস্ট-গ্র্যাজুয়েট স্টুডেন্টস সোসাইটি (পিজিএসএস) ছাত্র সংগঠনটি ১৯৯৬ সালে কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রধান ক্যাম্পাসে সেন্টার ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের তত্ত্বাবধানে গঠিত হয়। গঠনের পর থেকে এটি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সামাজিক ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীর আয়োজন এবং পরিচালনা করে আসছেন।
এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো, ইসলামী ভিত্তিক শিক্ষা বাস্তবায়নে এবং বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও দর্শন সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করা। ছাত্র ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে কাজ করা। এছাড়াও ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক, একাডেমিক এবং গবেষণা সম্ভাবনা বাড়াতে সার্বিক সহযোগিতা করা। বর্তমানে প্রায় ১২০টি দেশের প্রায় পাঁচ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করছে সংগঠনটি।
এইচকে