নির্ধারিত সময়ে ফিতরা দিতে না পারলে কী করবেন?

সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হলো ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের চাঁদ দেখার আগেও ফিতরা আদায় করা যাবে। গরিবের সুবিধার জন্য এটিই উত্তম।
তবে কোনো কারণে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে ফিতরা আদায় করতে না পারে তাহলে পরবর্তীতে আদায় করা আবশ্যক। তাই নির্ধারিত সময়ের মধ্যে ফিতরা দিতে না পারলে টাকা যত দ্রুত সম্ভব আদায় করতে হবে।
আরও পড়ুন
ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই সদাকাতুল ফিত্র আদায় করে দেওয়া মুস্তাহাব। এ ব্যাপারে সবারই যত্নবান হতে হবে। হাদিস শরিফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-
فَرَضَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصّائِمِ مِنَ اللّغْوِ وَالرّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، مَنْ أَدّاهَا قَبْلَ الصّلَاةِ، فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدّاهَا بَعْدَ الصّلَاةِ، فَهِيَ صَدَقَةٌ مِنَ الصّدَقَاتِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন- রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সুতরাং যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তা আদায় করবে তার জন্য তা মাকবুল সদকা হবে। আর নামাজের পর আদায় করলে তা অন্যান্য সদকার মতো হবে। (সুনানে আবু দাউদ, হাদিস : ১৬০৯)
তাই ঈদের আগে সদকাতুল ফিতর আদায় করলে যথাযথ সওয়াব এবং রোজার পবিত্রতা নসিব হবে। কোনো কারণে ঈদের আগে দিতে না পারলে পরে হলেও দিতে হবে। এক্ষেত্রে যথা সময়ে আদায় না করার কারণে হাদিসে বর্ণিত সওয়াব ও ফজিলত পাওয়া যাবে না।