হজযাত্রীদের সহজেই ধর্মীয় সমাধান দেবে এআই

মক্কার মসজিদুল হারামে হজযাত্রীদের সহজের জন্য বৃদ্ধি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট। এর মাধ্যমে ধর্মীয় বিভিন্ন বিষয়ের সমাধান সহজেই পেয়ে যাচ্ছেন হজযাত্রীরা।
মসজিদুল হারামে স্থাপন করা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট একাধিক ভাষায় হাজীদের ধর্মীয় প্রশ্নের উত্তর এবং শরিয়াসম্পর্কিত বিভিন্ন বিষয় জানিয়ে দিচ্ছে।
আরও পড়ুন
দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক দপ্তরের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস ‘মানারা ২’ নামের এই স্মার্ট রোবটটি চালু করেন। এটি একাধিক ভাষায় ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এটি ডিজিটাল রূপান্তরের সাথে তাল মিলিয়ে চলবে এবং হাজীদের ধর্মীয় অভিজ্ঞতা সমৃদ্ধ করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে।
এই রোবট একটি বুদ্ধিমত্তাপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইসলামী শরিয়াসম্পর্কিত প্রশ্নের উত্তর দেবে একটি সুসংগঠিত, নিরীক্ষিত তথ্যভান্ডারের মাধ্যমে।
যদি কোনো প্রশ্ন পূর্বে সংরক্ষিত না থাকে, তাহলে রোবটটি সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে।
গত রমজানে মসজিদুল হারামে ‘মানারা’ নামে প্রথম রোবট চালু করা হয়েছিল।
সূত্র : গালফ নিউজ