স্বপ্নে হজ করতে দেখলে কী হবে?

হজ করার ইচ্ছা থাকে প্রত্যেক মুসলমানের। সামার্থ্যবান মুসলমানেরা প্রতি বছর হজ পালন করেন মক্কায় গিয়ে। সামর্থ্য নেই এমন মানুষেরা হজের স্বপ্ন মনেই পুষে রাখেন। আল্লাহ তায়ালা অনেকের স্বপ্ন পূরণ করেন বিভিন্ন মাধ্যমে। কেউ কেউ কোনোভাবে স্বপ্ন পূরণ করতে না পেরে মনেই লালন করেন। অনেক সময় রাতে ঘুমের ঘোরে নিজেকে হজ করতে দেখেন। স্বপ্নে নিজেকে হজ করতে দেখার ব্যাখ্যা কী?
স্বপ্নে নিজেকে হজ করতে দেখার ব্যাখ্যা বিষয়ে শায়খ আবু সাদ (রহ.) বলেন, হজের মৌসুমে হজ করার জন্য বের হতে দেখলে, আর স্বপ্নদ্রষ্টা যদি হজ করে না থাকে, তা হলে হজ করার তাওফিক পাবে। অসুস্থ থাকলে সুস্থ হবে। ঋণী থাকলে ঋণ আদায় হবে। ভীত থাকলে ভয় দূর হবে। দরিদ্র থাকলে সম্পদে প্রাচুর্য আসবে। সফরে থাকলে নিরাপদ থাকবে। ব্যবসায়ী হলে ব্যবসায় লাভবান হবে। চাকরিচ্যুত এবং শাসনক্ষমতা হারিয়ে থাকলে ফিরে পাবে। পথহারা হলে পথ পাবে। চিন্তিত থাকলে চিন্তা দূর হবে।
আরও পড়ুন
হজের জন্য বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি; এমনটি দেখলে, শাসক হলে ক্ষমতা হারাবে বা চাকরিচ্যুত হবে। ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে। মুসাফির হলে তার ওপর ডাকাতি হবে। সুস্থ থাকলে অসুস্থ হবে।
যদি দেখে হজ বা ওমরা আদায় করেছে, তবে দীর্ঘজীবী হবে ও তার কাজগুলো সফল হবে। বাইতুল্লাহর তওয়াফ করতে দেখলে কোনো শাসকের পক্ষ থেকে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব পাবে। হেরেমের মধ্যে তালবিয়া পাঠ করতে দেখলে শত্রুর ওপর জয়লাভ করবে এবং তাদের বিজয়ের ভয় হতে নিরাপদ থাকবে। হেরেমের বাইরে তালবিয়া পাঠ করতে দেখলে, কেউ তার ওপর বিজয় লাভ করবে এবং তাকে ভয় দেখাবে।
স্বপ্নদ্রষ্টার ওপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজ আদায় করছে না; এমনটি দেখলে, এটা তার আমানতে খিয়ানত করা এবং আল্লাহতায়ালার নেয়ামতের শুকরিয়া আদায় করা বোঝাবে।