বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের যে মসজিদ

যুক্তরাজ্যের ইপসউইচে অবস্থিত বন্ড স্ট্রিট মসজিদের ৪০ বছর উদযাপন করা হয়েছে। ৪০তম বর্ষপূর্তিতে মসজিদটির কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ‘সাফোক মুসলিম সেন্টার’ নামে চালু হয়েছে মসজিদটির নতুন কার্যক্রম। রোববার একটি বিশেষ অনুষ্ঠানে মসজিদটির এই নতুন পরিচয় ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বন্ড স্ট্রিটে অবস্থিত ইপসউইচ মসজিদটি মূলত বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে সাফোকে উৎপাদনশিল্পে কাজ করতে আসা বাংলাদেশি মুসলিমরা এই মসজিদটি প্রতিষ্ঠা করেন।
মসজিদের চেয়ারম্যান নুরুল চৌধুরী জানিয়েছেন, আমরা সাফোক জেলাজুড়ে মুসলমানদের প্রতিনিধি হিসেবে কাজ করছি। বর্তমানে প্রায় ৪০–৫০টি ভিন্ন জাতীয়তার মানুষ মসজিদ থেকে সুবিধা গ্রহণ করছেন ।

তিনি বলেন, মসজিদের কার্যক্রম এখন শুধু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সীমাবদ্ধ থাকবে না। এখন থেকে সামাজিক, শিক্ষামূলক ও সমন্বিত সম্প্রদায়কেন্দ্রের দায়িত্বও পালন করা হবে মসজিদ থেকে।
আরও পড়ুন
মসজিদের সেক্রেটারি টুনু মিয়া বলেন, আগের তুলনায় এখন ভবনের অবকাঠামো অনেক উন্নত হওয়ায় অতিথি ও ইবাদতকারীরা সহজে সেবা গ্রহণ করতে পারছেন।
বর্ষপূর্তি উপলক্ষে একটি স্মারক পুস্তিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে মসজিদের গঠন ও উন্নয়নে যারা ভূমিকা রেখেছেন তাদের অবদান তুলে ধরা হয়েছে।
ইপসউইচে এই মসজিদের বাইরে আরও তিনটি ইসলামিক কেন্দ্র আছে — আর্গাইল স্ট্রিটের শাহজালাল ইসলামিক সেন্টার, উডব্রিজ রোয়ের কুর্দি কমিউনিটি সেন্টার এবং পশ্চিমগেট স্ট্রিটের মাসজিদ তাকওয়া।
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ইপসউইচের ৫,৫০০ জন মুসলিম রয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩.৯ শতাংশ।
এক নজরে ইপসউইচ মসজিদ
১৯৫০ : ব্রিটিশ ভারত ও পূর্ব/পশ্চিম পাকিস্তান থেকে শ্রমিকদের আগমন।
১৯৬০ : শুক্রবার জুমার নামাজ আদায় ও অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার।
১৯৭০ : ইমাম নিয়োগ—নিয়মিত নামাজ ও ধর্মীয় শিক্ষা শুরু।
১৯৮৪: মসজিদের জন্য বন্ড স্ট্রিটের বর্তমান জায়গাটি ক্রয় করা হয়।
১৯৯২ : রেজিস্টার্ড চ্যারিটি হিসেবে নিবন্ধন।
১৯৯৪–২০০২ : অস্থায়ী ভবন সংযুক্ত ও সম্প্রসারণ; নির্মাণকাজ সমাপ্ত।
২০০৮ : পার্শ্ববর্তী ভবন ক্রয়।
২০১৫ : হিফজ ও শিক্ষা কার্যক্রম বৃদ্ধি।
২০২৫ : ইপসউইচ মসজিদ ও বাংলাদেশি কমিউনিটি সেন্টার একসূত্রে ‘সাফোক মুসলিম সেন্টার’ নামে পুনরায় উদ্বোধন।
সূত্র: বিবিসি