শুরুতেই ফিরলেন মুনিম

বিপিএল মাতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছিলেন মুনিম শাহরিয়ার। প্রথম টি-টোয়েন্টিতে ভালো কিছু শটের দেখাও মিলেছিল তার ব্যাট থেকে। তবে দ্বিতীয় ম্যাচে তার দেখা মিলল না আর। শুরুর ওভারে ব্যাটে-বলে করতেই হিমশিম খাচ্ছিলেন, দ্বিতীয় ওভারে উইকেটটাই ছুড়ে দিয়ে এলেন মুনিম।
প্রথম টি-টোয়েন্টিতে তার ওপেনিং সঙ্গী নাঈম শেখ তাকে প্রথম বলের স্ট্রাইক ছেড়ে দিয়েছিলেন। দিলেন আজ শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও। তবে প্রথম টি-টোয়েন্টিতে যতটা সাবলীল ছিলেন মুনিম, দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন তার একশ আশি ডিগ্রি উল্টোটাই ঘটল তার সঙ্গে। শুরু থেকেই যেন কীসের তাড়া ছিল তার। মারতে চাচ্ছিলেন একেবারে শুরু থেকেই।
শুরুর দুই বল ওয়াইডের পর প্রথম বৈধ বলটা ডিফেন্ড করেছিলেন। এরপর থেকেই শুরু তার মিসের মহড়া। খেলেছেন দশ বল। তার মধ্যে মারতে গিয়ে লাইন মিস করেছেন পাঁচ বলেই। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে একটা চার মেরেছিলেন। তবে এরপরই মোহাম্মদ নবীর বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এনইউ