দাবা ও ফুটবলে নারী দিবস উদযাপন

দেশের ক্রীড়াঙ্গনে নারী দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও দাবা ফেডারেশন। দেশের অন্য ফেডারেশন এমনকি মহিলা ক্রীড়া সংস্থারও এই দিবস উদযাপন করতে দেখা যায়নি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাধ্যবাধকতায় ও নির্দেশনায় বাফুফে এই দিনটি ঘটা করে পালন করে গত কয়েক বছর যাবৎ। বাফুফে ভবনে জাতীয় ফুটবল দল, অনূর্ধ্ব দলের ফুটবলাররা এই দিনটি উদযাপন করেন। এ সময় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি তিনটি জেলা শহরেও বাফুফে নারী দিবস উদযাপন করেছে।
দাবা ফেডারেশন আজকের দিনে জাতীয় মহিলা চ্যাম্পিয়ন ও ১৯৮৮ সনের দাবা অলিম্পিয়াডে মহিলা বিভাগে স্বর্ণপদক বিজয়ী ইয়াসমীন বেগমকে আজীবন সম্মাননা প্রদান করে। দিন ব্যাপী অনুষ্ঠিত র্যাপিড দাবায় ৬৫ জন মহিলা ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। মহিলা ফিদে মাস্টার ইভা ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। অ-১২ পুরস্কার পান ওয়ারসিয়া খুশবু ও অ-১৬ পুরস্কার পান ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বিজয়ীদের মোট নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।
এজেড/এনইউ