ঢাকায় ভারতীয় দাবাড়ুর জিএম নর্ম, আমেরিকা যাচ্ছেন ফাহাদ-তাহসিন

লিওনাইন তৃতীয় গ্র্যান্ড মাস্টার্স দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল বাংলাদেশি দাবাড়ুদের নর্মের জন্য। বাংলাদেশি দাবাড়ুরা ব্যর্থ হলেও ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন। ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে একই সঙ্গে শিরোপাও জিতেছেন।
সাড়ে ছয় পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আবদিসালিমভ আবদিমালিক রানার-আপ হয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয়। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া চতুর্থ ও পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম হন। সাকলাইন মোস্তফা সাজিদ সপ্তম, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার অষ্টম, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টার অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী পাঁচশ মার্কিন ডলার, রানার-আপ গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক তিনশ মার্কিন ডলার এবং তৃতীয় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ দুইশ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন।
আগামীকাল নর্মের উদ্দেশ্যে আমেরিকায় রওনা হবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও ফিদে মাস্টার তাহসিন।
তাহসিনের মা তাসমিন সুলতানা লাবণ্য বলেন, ‘আমেরিকায় আরেকটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলতে যাচ্ছে তাহসিন ও ফাহাদ। সেখানে বড় মাপের দাবাড়ুরা অংশগ্রহণ করবে।’
এজেড/এফএইচএম