সাইফে ৫ ও পুলিশে ৪ গ্র্যান্ডমাস্টার

শাহ সিমেন্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামীকাল শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। ১১ দিন ব্যাপী এই দাবা লিগে অংশ নিচ্ছে ১২ টি দল। ১২ দলের মধ্যে শিরোপা লড়াইটা হবে মূলত সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশের মধ্যে।
সাইফ ও পুলিশ এই দুই দলে খেলছেন বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার। সাইফে নিয়াজ মোর্শেদ, এনামুল হাসেন রাজিব, রিফাত বিন সাত্তার আর পুলিশে জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব। সাইফে তিন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও দুই বিদেশি গ্র্যান্ডমাস্টার রয়েছেন। অন্য দিকে পুলিশে দেশি গ্র্যান্ডমাস্টার একজন কম হলেও বিদেশি গ্র্যান্ডমাস্টার দুই জন আর আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। প্রতি দল ছয় জন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। প্রতি রাউন্ডে চারজন বোর্ডে অংশ নেবেন।
প্রিমিয়ার ডিভিশনের পাশাপাশি হবে প্রথম বিভাগ দাবা লিগও। দু’টি টুর্নামেন্ট একসাথে করার কারণ জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ‘প্রিমিয়ার ও প্রথম বিভাগে অনেক সময় একই দাবাড়ু খেলে। এজন্য একই সময় দুই টুর্নামেন্ট হচ্ছে যাতে দাবাড়ুর সংখ্যা বাড়ে।’
স্পন্সর প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ জানিয়েছেন খেলাধূলার প্রতি আবুল খায়ের গ্রুপের আলাদা একটা টান আছে। আর দাবার সাথে আবুল খায়ের গ্রুপ ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।
এজেড/এনইউ