তামিম-মুস্তাফিজরা নেই, মিঠুন-রাজাকে হারিয়ে হতাশ সালাহউদ্দিন

গতবার শিরোপার খুব কাছে গিয়েও লক্ষ্য পূরণ করতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা ঘরে তুলতে বেশ শক্ত দল গড়েছে তারা। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে প্রাইম ব্যাংক। তারকাসমৃদ্ধ দল গড়েও এবারের ডিপিএল শুরুর আগে আক্ষেপে পুড়তে হচ্ছে দলটির নতুন হেড কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে।
জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেদের পাঁচ ক্রিকেটারকে ছাড়তে হয়েছে প্রাইম ব্যাংককে। ৩ ওয়ানডে আর ২ টেস্টের স্কোয়াডে আছেন; তামিম ইকবাল, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক আর ইয়াসির আলি রাব্বি। তাদের ছাড়াই লেগির বেশিরভাগ পথ পাড়ি দিতে হবে সালাহউদ্দিনকে। এর মধ্যে স্কোয়াডে ডাক না পেলেও মোহাম্মাদ মিঠুন আর পেসার রেজাউর রহমান রাজাকে জাতীয় দলের সঙ্গী হতে হয়েছে। সেখানে গিয়ে টেস্ট দলের সঙ্গে শুধুই অনুশীলন করবেন এই দুই ক্রিকেটার।
এমনিতেই তামিম-মুস্তাফিজরা নেই, তার উপর মিঠুন-রাজাকে হারিয়ে রীতিমত হতাশ সালাহউদ্দিন। আজ (রোববার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘টিমরা জানতো যে টেস্ট ক্রিকেটাররা যাবে, সেভাবেই সবাই টিম করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে মনে হয়েছে যে এই দলের সঙ্গে আমাদের দুইটা খেলোয়াড় নিয়ে গেছে যারা স্কোয়াডে নেই। ওয়ানডে দলেও নেই, টেস্ট দলেও নেই। মিঠুন এবং রাজা। আমাদের ৫ জন খেলোয়াড় নাই, এর মধ্যে আবার যদি ২ জন চলে যায় তাহলে আমাদের টিম দাড় করানোটা অনেক কঠিন হয়ে যায়। তারা যদি খেলতে যেত, আমার কাছে মনে হয় ব্যাপারটা ঠিক ছিল।’
সঙ্গে যোগ করেন সালাহউদ্দিন, ‘তারা তো স্কোয়াডে নাই, শুধু অনুশীলন করতে গেছে। অন্য দলেরও কিন্তু ক্রিকেটাররা ছিল, তাদেরকে নেওয়া হয়নি। শুধু প্রাইম ব্যাংকের দুই জন চলে গেছে। তো ব্যাপারটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগেনি।’
গুঞ্জন ছিল মিঠুন-রাজার সঙ্গে যাবেন ওপেনার নাঈম শেখ। তবে এও আলোচনায় আছে যে, নাঈম আবাহনীর হয়ে খেলায় দক্ষিণ আফ্রিকায় যেতে হয়নি। সালাহউদ্দিনও অভিযোগের সুরে তুললেন নাঈমের প্রসঙ্গ।
সালাহউদ্দিন বললেন, ‘আমি জানি না কেন। আমার মনেহয় মিঠুন শেষ ৬-৭ মাস জাতীয় দলের স্কোয়াডে ছিল না। হঠাৎ করে চলে গেল। আল্টিমেটলি দলে আমার কিন্তু ৫ জন খেলোয়াড় নেই, আবার এই ২ জন নেই, মানে ৭ জন। তো আমার জন্য এটা কঠিন। আমার জন্য এটা চ্যালেঞ্জিং, তবুও আমি মনে করি যে দেখা যাক লিগে কী হয়। দেখুন নাঈম শেখও ছিল, ওকে নিতে পারতো। মিঠুন এবং রাজা চলে গেল, আমার মনে হয় এই ব্যাপারটা আমার দলের জন্য অনেক বেশি ক্ষতিকর।’
টিআইএস/এটি