ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছেন না ভারতীয় অধিনায়ক
দারুণ এক দল নিয়েই বিশ্বকাপে গিয়েছিল ভারত। কিন্তু শেষ অবধি তাদের ফিরতে হয়েছে হতাশ হয়ে। রোববার সকালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নারী বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিশ্চিত হয়েছে মিতালি রাজের দলের।
শেষ দিকে রোমাঞ্চ ছড়িয়ে লরা উলভার্ট এবং মিগনন ডুপ্রেজের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের সামনে হার মানতে হয় ভারতকে। পুরো বিশ্বকাপেই রীতিমতো ব্যর্থ ছিলেন অধিনায়ক মিতালি রাজ। ৩৯ বছর বয়সী মিতালি ইতোমধ্যেই ৬টি বিশ্বকাপে খেলে ফেলেছেন। ২২ বছর আগে বিশ্বকাপের মঞ্চে প্রথম খেলেছিলেন মিতালি।
বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচের পর তাকে অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে হারের পরবর্তীতে একঘণ্টা সময়ও আপনি দেননি আমার ভবিষ্যতের কথা ভাবতে। আজ কী হয়েছে সেই বিষয়ে ভাবতেই পারিনি। প্রসেসটা নিয়ে ভাবব।’
‘যখন আপনাকে এমন হতাশার সম্মুখীন হতে হয়। আপনার সফর যখন এইভাবে শেষ হয়ে যায় এবং তাও আবার বিশ্বকাপে যার জন্য আপনি গত একটা বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন বিষয়টা খুব হতাশার। বিষয়টাকে গ্রহণ করতে সময় লাগবে।’
মিতালি আরও বলেছেন, ‘তারপর আমাদের ভবিষ্যতের দিকে এগোতে হবে। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে সত্যিই ভাবিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করাও ঠিক হবে না। এই ম্যাচের পরবর্তীতে এখনও আমাদের সবার মধ্যে সেই আবেগ আছে।’
এমএইচ