শ্রীলঙ্কার সংকট নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা

নিজের দেশ আছে বেশ সংকটে। দেশজুড়ে গ্যাস ও তেলের অভাব প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ থাকছে না দিনের বেশির ভাগ সময়। মূলত দেশটির বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ায় এমন সংকটে পড়েছে তারা। দেশের এই সংকটের সময় চুপ থাকেননি ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছে, ‘শ্রীলঙ্কান হিসেবে আমরা সবাই কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে গোপন করার মতো কিছু নেই। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এটি বেশি পীড়াদায়ক ও কঠিন। শ্রীলঙ্কার মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে।’
‘আমি বিশ্বাস করি এই অস্বস্তিকর পরিস্থিতির যথাযথ সমাধান প্রদান করা কর্তৃপক্ষের দায়িত্ব। শ্রীলঙ্কার জনগণ বর্তমান দুর্যোগ পরিস্থিতির সমাধান চাইছে।’
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেন, ‘সংকীর্ণ রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা জনগণকে কষ্ট দিচ্ছে এবং বিরক্ত করছে তাদের পদক্ষেপ নেওয়া দরকার। শাসকদের প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম বা বর্ণবাদ থেকে দূরে থাকা উচিত।’
সাঙ্গাকারা আরও লিখেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে প্রতিটি সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তাদের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য সর্বোত্তম কাজ করা। জনসাধারণকে সাধারণ শত্রু হিসাবে বিবেচনা না করে নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করা। শ্রীলঙ্কাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।’
এমএইচ