মুস্তাফিজের দলে করোনায় আক্রান্ত আরও এক, তবু ঠিক সময়েই ম্যাচ

মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসে করোনার হানা আরও বেড়েছে। আরও এক বিদেশি ক্রিকেটার এবার আক্রান্ত হয়েছেন করোনায়। বুধবার সকালের করোনা পরীক্ষার পর জানা গেছে, দলের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টও আক্রান্ত করোনায়। তবে সেটা ম্যাচে বাধা হয়ে দাঁড়ায়নি। ঠিক সময়েই মাঠে গড়িয়েছে দিল্লি ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্যাটার মিচেল মার্শকে। এরপর এবার সেইফার্টের পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় দিল্লি শিবিরে করোনা-আতঙ্ক আরও বাড়ল বৈকি!
আজ বুধবার সকালে দিল্লির সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। এই পরীক্ষার ফলাফল হাতে আসতেই জানা যায় দিল্লি ফ্র্যাঞ্চাইজির মোট দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার খবর। এর আগে মার্শসহ দিল্লির চার জন করোনা আক্রান্ত হন। এরপর থেকে সতর্কতা মেনে দিল্লির সব ক্রিকেটার স্টাফদের প্রতিদিন আরটি-পিসিআর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। আর আক্রান্তদের পাঠানো হয় কোয়ারেন্টাইনে।
আজকের ম্যাচটা মূলত মাঠে গড়ানোর কথা পুনেতে। তবে দলে করোনা সংক্রমণ ঘটায় আগের ম্যাচ খেলে মুম্বাই থেকে পুনেতে যেতে পারেননি মুস্তাফিজরা। এর ফলে পুনে থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হয় পাঞ্জাব-দিল্লির ম্যাচটা।
এই ম্যাচের আগে দলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও ম্যাচে অবশ্য এর প্রভাব পড়েনি। ঋষভ পান্তের দল ঠিক সময়েই মাঠে নেমেছে পাঞ্জাবের বিপক্ষে। করোনাজর্জর দিল্লির পক্ষেই গেছে আজকের টসভাগ্য, টস জিতে অধিনায়ক পান্ত নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।
এনইউ