শামিকে ছেড়ে দিলো হায়দরাবাদ, দল বদলালেন যেসব তারকা

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল গত আসরে। ফলে এবার হবে মিনি নিলাম। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হবে এই অনুষ্ঠান। তার আগে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা পাঠাতে বলা হয়েছে। এরই মাঝে ট্রেডিংয়ের মাধ্যমে দল বদলেছেন কয়েকজন তারকা।
কোনো আসর শেষ হওয়ার এক মাস পর কিংবা নতুন নিলামের এক সপ্তাহ আগে ট্রেডিং উইন্ডো শুরু হয়। ওই নিয়মে রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন সোয়াপ (অদল-বদল) করতে পারেন বলে তুমুল আলোচনা ওঠে। যা সত্যি করে আজই (শনিবার) তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসে ফিরেছেন। তার জায়গায় চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন স্যামসন। আইপিএলের সর্বশেষ মেগা নিলামে ১৮ কোটি রুপিতে জাদেজাকে নিয়েছিল চেন্নাই, তার চেয়ে কম মূল্যে (১৪ কোটি রুপি) তিনি ফিরলেন রাজস্থানে।
জাদেজার পাশাপাশি ২.৪ কোটি রুপি মূল্যের স্যাম কারানও ট্রেডিংয়ের মাধ্যমে রাজস্থানে যোগ দিয়েছেন। আর শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজিতে খেলা স্যামসন গত মৌসুমে পুনরায় ১৮ কোটি রুপি পারিশ্রমিকে স্কোয়াডে যুক্ত হন। ২০২৬ আইপিএলের আগে সমপরিমাণ মূল্যে চেন্নাইয়ে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ ছাড়া ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে ১০ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকে হায়দরাবাদে যুক্ত হয়েছিলেন তিনি।

এ ছাড়া ট্রেডিংয়ে দল বদলেছেন শার্দুল ঠাকুর, অর্জুন টেন্ডুলকার, মায়াঙ্ক মারকান্দে, নিতীশ রানা ও দোনোভান পেরেইরা। আইপিএলে শততম ম্যাচ খেলা রানা এর আগে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন। গত মৌসুমে তাকে শাহরুখ খানের দল ছেড়ে দিলে নিলামে দল পান রাজস্থানে। এবার সেখান থেকে রানা ৪.২ কোটি রুপিতে ট্রেডিংয়ের ভিত্তিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন। ৩০ লাখ রুপিতে কলকাতা থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন পেসার মারকান্দে।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দল মুম্বাই তার ছেলে অর্জুনকে ছেড়ে দিয়েছে নিলামের আগে। তিনি ট্রেডিংয়ে ৩০ লাখ রুপিতে যুক্ত হন লখনৌ সুপার জায়ান্টসে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার দোনোভান পেরেইরা দিল্লি থেকে রাজস্থানে ফিরেছেন। একইসঙ্গে ৭৫ লাখ রুপি থেকে তার পারিশ্রমিক বেড়ে ১ কোটিতে উন্নীত হয়েছে।
এবারের ট্রেডিংয়ে মূলত দল ভারী করে নিলো হার্দিক-রোহিতদের মুম্বাই। পেসার শার্দুল ঠাকুর (২ কোটি রুপি) আবারও মুম্বাইয়ে ফিরলেন লখনৌ থেকে। ২.৬ কোটি রুপি পারিশ্রমিকে বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ড গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইয়ে যোগ দিয়েছেন।
এএইচএস