শেষ দিনে দ্বৈত নাগরিক ফুটবলার বসুন্ধরা কিংসে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলে আজই (বৃহস্পতিবার) শেষ দিনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শেষ দিনে দ্বৈত নাগরিক ফুটবলার নুহা মারংকে দলে ভিড়িয়েছে। স্পেন ও গাম্বিয়া দুই দেশের নাগরিকত্ব রয়েছে এই ফরোয়ার্ডের। গাম্বিয়ান হলেও স্প্যানিশ পাসপোর্টে প্রিমিয়ার লিগের ফরম নিবন্ধন করেছেন নুহাং।
২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছে বসুন্ধরা কিংস। নবাগত দলটি বিদেশি ফুটবলার দলে ভেড়ানোর ক্ষেত্রে ল্যাতিন ফুটবলারদেরই প্রাধান্য দেয়। নুহাং প্রথম আফ্রিকান হিসেবে বসুন্ধরা কিংসে খেলবেন। নুহাংয়ের চুক্তি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ ও এএফসি কাপ পর্যন্ত।
বসুন্ধরা কিংস আগামী মাসে কলকাতায় এএফসি কাপে খেলতে যাবে। সেই টুর্নামেন্টের জন্য নতুন বিদেশিদের নিবন্ধন করিয়েছে। তবে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের ফিফা-এএফসির অনুমতির অভাবে নিবন্ধন সম্ভব হয়নি। এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়েছে।
কলকাতার বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় আরেকটি বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় সময় অনুযায়ী। বসুন্ধরা কিংসের দু’টি ম্যাচ স্থানীয় সময় দেড়টায় পড়েছে।
এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচের সময়সূচি
১৮ মে বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন, সন্ধ্যা ছয়টা
২১ মে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস, দুপুর দুইটা
২৪ গোকুলাম কেরালা বনাম বসুন্ধরা কিংস, দুপুর দুইটা
(বাংলাদেশ সময় অনুযায়ী)
এজেড/এমএইচ/এটি