৫ গোল দিয়ে টেবিলের শীর্ষে কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় ৫-০ গোলে জিতেছে তারা। ফাহিম, তপু, ডরিয়েল্টন একটি ও এনামুয়েল জোড়া গোল করেন।
চার ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। তিন ম্যাচ পর রহমতগঞ্জ ও কিংসের সমান সাত পয়েন্ট ছিল। চতুর্থ রাউন্ডে ফর্টিজ ও ব্রাদার্সের পয়েন্টও সাত হয়েছে। তাই আজ কিংস ও রহমতগঞ্জের ম্যাচের উপরই নির্ভর করছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। প্রিমিয়ার লিগে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন কিংস গত বছর মোহামেডানের কাছে শিরোপা হারিয়েছে। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে কিংস শীর্ষস্থানে রয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই।
কিংস অ্যারেনায় আজ শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বসুন্ধরা কিংসের। ২৭ মিনিটে এমানুয়েলের গোলে লিড নেয়। প্রথমার্ধের শেষ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে কিংস। বিরতির পর ৭১-৭৮ মিনিটের মধ্যে তিন গোল পায় কিংস। ৭১ মিনিটে তপু, ৭৪ মিনিটে এমানুয়েল ও ৭৮ মিনিটে ডরিয়েল্টন গোল করেন। এতে কিংস ৫-০ গোলের বড় জয় পায়।
২ ডিসেম্বর মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ। আগামী শুক্র-শনিবার লিগের পঞ্চম রাউন্ড। অক্টোবর-নভেম্বরে জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য ঘরোয়া ফুটবলে বিরতি ছিল অনেক সময়। মার্চের আগে জাতীয় দলের খেলা না থাকায় এখন ঘরোয়া ফুটবলের টানা ম্যাচ চলবে।
এজেড/এইচজেএস