কিংস অ্যারেনায় চোখ আফগানিস্তানের

আফগানিস্তানের এশিয়া কাপের বাছাইয়ের ভেন্যু ভারত। কলকাতার বিশ্ব যুবভারতী স্টেডিয়ামে এশিয়া কাপে খেলার লড়াইয়ে নামবেন আফগান ফুটবলাররা। ভারতে যাওয়ার আগে মে মাসের শেষ দশ দিন বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনায় কন্ডিশনিং ক্যাম্প করতে চায় এক সময়ের সাফ চ্যাম্পিয়ন দলটি।
বাংলাদেশে বিদেশের কোনো জাতীয় দল কন্ডিশনিং ক্যাম্প করার প্রস্তাব কখনো দেয়নি। বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ সুবিধা বিবেচনা করেই আফগানিস্তান এই প্রস্তাব দিয়েছে। আফগানিস্তানের এই প্রস্তাব সম্পর্কে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমাদেরকে মৌখিকভাবে প্রস্তাবটি দিয়েছে। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেছি। তারা চিঠি দিলে আমরা অবশ্যই বিষয়টি ইতিবাচক মনোভাব দিয়ে বিবেচনা করব।’
আফগানিস্তান জুন উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল। বাফুফের জাতীয় দল কমিটি হোম ম্যাচের পরিবর্তে অ্যাওয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বিপক্ষে না হলেও বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন ক্লাবটির সভাপতি, ‘জাতীয় দলের বাইরে আমাদের ক্লাবের অনেক ফুটবলার রয়েছে। আমাদের বিদেশি ও জাতীয় দলের বাইরের ফুটবলারদের দিয়ে একটি প্রীতি ম্যাচ করতে পারি তাদের জন্য।’
১৮ মে কলকাতায় এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা। কলকাতার উদ্দেশ্যে বসুন্ধরা কিংস ১৪ মে দেশ ছাড়বে। জাতীয় দল আবার ২১-২৬ মে কিংস অ্যারেনা অনুশীলনের জন্য ব্যবহার করবে। আফগানিস্তান চিঠি দিলে বাংলাদেশ জাতীয় দলের সূচি দেখে বিষয়টি সমন্বয় করবে কিংস। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে খেলা না হলেও বাংলাদেশের আবহওয়া, যাতায়াতের সুবিধা বিবেচনা করে আফগানিস্তান কিংস অ্যারেনায় ক্যাম্প করলেও করতে পারে। সাফ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত কিংস অ্যারেনায় ক্যাম্প করলে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে নাম।
এজেড/এটি/এইচএমএ