করোনা মুক্ত জামাল, দেশে ফিরছেন শিগগির

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া করোনামুক্ত হয়েছেন। শিগগিরই দেশে ফিরে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলেও জানা গেছে সম্প্রতি।
জাতীয় দলের অধিনায়কের করোনামুক্ত হওয়ার খবরটি জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। বৃটিশ এই কোচ লন্ডন থেকে এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘শনিবার সকালে দোহায় জামাল কোভিড পরীক্ষা করায়, রাতে নেগেটিভ রিপোর্ট পায়।’
জামাল এখনো দোহাতেই রয়েছেন। বাফুফে সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে জামালের ঢাকার টিকিট নিশ্চিত করে দেশে আনা হবে। এরপর ঢাকা থেকে কলকাতা যাবেন দ্রুততম সময়ের মধ্যে।
৯ জানুয়ারী ভারতের আই লীগ শুরু হবে। সেই লীগে জামাল ভূইয়ার কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন।
উল্লেখ্য, বাংলাদেশ কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর বাংলাদেশ দল দেশে ফিরলেও জামাল ব্যক্তিগতভাবে দোহা থেকে যান। ১১ ডিসেম্বর তিনি করোনা পজিটিভ হন। এরপর সপ্তাহ খানেক হোটেলেই আইসোলশেন ছিলেন।
এজেড/এনইউ